প্রধান পাতা

দশ জানুয়ারি উনিশ শত বাহাত্তর (কবিতা)

(Last Updated On: )

উনিশ শত একাত্তর মার্চ থেকে ডিসেম্বর

ইতিহাস সবার জানা।

প্রতিরোধ, সংগ্রাম এরপর বিজয়

তবুও ছিল যেন অপূর্ণতা।

থাকবেইতো- বাঙালির আরাধ্য পুরুষ

সেই মহান নেতা এখনো যে আসেননি।

কোটি জনতার ক্লান্ত চোখ

মুক্তিযোদ্ধাদের দীর্ঘ প্রতিক্ষা

সাহসী নেতাদের সতর্ক অপেক্ষা

কখন আসবেন তিনি?

সেই মার্চ থেকে আজ অবধি

কত দিন হয়নি দেখা জনকের মূখ

কত দিন হয়নি শোনা সেই চিরচেনা কন্ঠে প্রিয় ভাষণ

অবশেষে প্রতিক্ষার করে অবসান

নেতা-জনতার আবারো মিলিত মাহেন্দ্রক্ষণ

তিনি এলেন

মুক্ত মানবের আলোকবর্তিকা নিয়ে

জনতার মাঝে

সোনার বাংলায়-

‘ধন ধান্যে পুষ্পেভরা বসুন্ধরায়’।

দশ জানুয়ারি ঊনিশ শত বাহাত্তর

বিজয় পেল পূর্ণতা,

জনকের নিদের্শনায়- হলো শুরুবাঙালির গণতন্ত্রের পথে অভিযাত্রা।