জাতীয়

দলীয় কর্মী নিহতের প্রতিবাদে দু’দিনের কর্মসূচি বিএনপির

(Last Updated On: )

নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে দুই ছাত্রদল নেতা নিহত ও সারাদেশে বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলার প্রতিবাদে শুক্রবার (২ সেপ্টেম্বর) বাদ জুম্মা দোয়া ও শনিবার (৩ সেপ্টেম্বর) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেল চারটায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি উদ্বোধনের আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, ডা. এজেড এম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, সালাহ উদ্দিন আহমেদ।

র‌্যালিতে নানা রকমের ব্যানার ফেস্টুন নিয়ে হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়। তারা সরকারবিরোধী নানা রকমের স্লোগান দেয়। র‌্যালিটি নয়াপল্টন থেকে বিকেল সোয়া চারটায় শুরু হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে শান্তিপূর্ণভাবে র‌্যালিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমরা জাতীয় প্রেসক্লাব পর্যন্ত গিয়ে র‌্যালি শেষ করব।