বিশ্বের দরিদ্র দেশগুলোকে ১০০ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে সম্মত হবে জি সেভেন-এমনটাই আশা করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আজ শুক্রবার থেকে শুরু হতে যাওয়া তিন দিনব্যাপী জি সেভেন সামিটেই এ বিষয়ে প্রতিশ্রুতি আশা করছেন জনসন।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়। বিশ্বব্যাপী ৫০ কোটি ডোজ ফাইজার ভ্যাকসিন দেয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই এমন আশাবাদের কথা জানালেন জনসন।
২০২২ সালের মধ্যে পুরো বিশ্বকে ভ্যাকসিনের আওতায় আনতে জি সেভেন নেতাদের প্রতি ইতিমধ্যে আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, আগামী বছরের মধ্যে কমপক্ষে ১০ কোটি উদ্বৃত্ত টিকা দান করা হবে। আসন্ন সপ্তাহের শুরুতে দান করা হবে পাঁচ মিলিয়ন। বিশ্বব্যাপী টিকার সমতা ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। যদিও টিকা দান করা নিয়ে এর আগে দেওয়ার কথা রাখতে পারেনি ব্রিটেন। ৪০ কোটি ডোজ উদবৃত্ত টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ব্যর্থ হয়েছিল তারা।
ডাউনিং স্ট্রিটের এক বিবৃতিতে বলা হয়েছে, জি-৭ এ অংশগ্রহণকারী রাষ্ট্রনেতারা কোভিড ভ্যাকসিন উৎপাদন বৃদ্ধি এবং বিশ্বব্যাপী সরবরাহ করতে সিদ্ধান্ত নিতে যাচ্ছনে। এই লক্ষ্য অর্জনের জন্য ভ্যাকসিনে উৎপাদন বৃদ্ধির নতুন পরিকল্পনা নেওয়া হতে পারে।
এদিকে, চলতি বছরের শেষ নাগাদ বিশ্বব্যাপী ৩০ কোটি ডোজ টিকা দেয়ার ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও।