বোয়ালখালী পৌরসভা ৪নং ওয়ার্ড পূর্ব গোমদন্ডী গ্রামের ঐতিহ্যবাহী গগন দত্তবাড়ী (প্রকাশ শ্রীপতি দত্ত/ভূপেন দত্ত/সুভাষ মাস্টার বাড়ী) পুনর্মিলনী অনুষ্ঠান বাড়ীর সবার উপস্থিতিতে মিলনমেলায় পরিনত হয়। এতে প্রিয়তোষ দত্ত (ডাইরেক্টর, কিউ.এ), কল্যান দত্ত (সিন্টু), শ্যামল দত্ত ও অঞ্জন দত্ত দত্তবাড়ীর স্মৃতিচারনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা হয়। ছোটদের কবিতা ও গানের পারফর্ম বাড়ীর ঐতিহ্যকে পরিচয় করিয়ে দেয় তাদের রক্তের সাথে সংস্কৃতির বন্ধন সুদৃঢ়। বাড়ীর মেয়েদের ও তাদের সন্তানদের যৌথ পরিবেশনায় ছিল কোরাস। অনুষ্ঠানের মূল অাকর্ষনের কেন্দ্রে ছিল ব্যান্ডপার্টি, শাঁখ, উলধ্বনি আর বরণডালায় ‘জামাই বরন’। এছাড়া শম্ভিত দত্ত (বুবান) ও নীলাদ্রি দত্ত (মুন) গানে গানে সবাইকে মাতিয়ে তুলেন। অনুষ্ঠানে দত্তবাড়ী জামাই চক্ষু বিশেষজ্ঞ ডাঃ শ্রীপ্রকাশ বিশ্বাস, গৌতম কানুনগো, মানস সেনগুপ্ত, মিঠু দত্ত, সত্যজিৎ দাশ বর্মন, কানু বিকাশ দত্ত, বিপ্লব বিশ্বাস ও দত্ত বাড়ীর মেয়েদের মাঝে শিপ্রা (দত্ত) ভৌমিক, জয়শ্রী (দত্ত) ভৌমিক, ডাঃ রোজি (দত্ত) বিশ্বাস, এনি (দত্ত) কানুনগো, মেরী (দত্ত) সেনগুপ্ত, বাপ্পী (দত্ত) নন্দী, রুপনা (দত্ত) দাশ বর্মন, টুম্পা দত্ত, পম্পী (দত্ত) সেন, বুবলি দত্ত, তানিয়া (দত্ত) বিশ্বাস, নমী (দত্ত) কারন, পিকু দত্ত। এতে দত্তবাড়ীর পক্ষ থেকে ৪নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ কে আমন্ত্রিত অতিথি হিসেবে সন্মাননা জানানো হয়। উপস্থিত ছিলেন পোষ্ট মাষ্টার জেনারেল (অবঃ) আনন্দ মোহন দত্ত, ডিএসবি তোফায়েল আহমেদ, সাংবাদিক আবুল ফজল বাবুল প্রমুখ। আতশবাজি প্রদর্শনীর মধ্য দিয়ে অনুষ্ঠানের ইতি টানা হয়।
সম্পৃক্ত খবর
জায়েদ খানকে বয়কট ঘোষণা করলো ১৮ সংগঠন
(Last Updated On: ) অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানকে বয়কট ঘোষণা করেছে চলচ্চিত্রের ১৮টি সংগঠন। বুধবার (৯ ফেব্রুয়ারি) এফডিসিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় সংগঠনগুলো। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, প্রযোজক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু, চিত্রগ্রাহক সমিতির সাবেক সভাপতি আসাদুজ্জামান মজনু এবং […]
বোয়ালখালীতে কমিউনিস্ট পার্টির ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
(Last Updated On: ) বোয়ালখালীতে কমিউনিস্ট পার্টির ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । আজ সোমবার (৬ মার্চ ২০২৩) বিকালে পার্টির উপজেলা সদরস্থ অস্থায়ী কার্যালয়ের পার্টির পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, ১৯৪৮ সালের ৬ মার্চ কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার পর থেকে এদেশের মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে সামিল থেকেছে অবিরাম। পাকিস্তান আমলের ২৪ […]
বোয়ালখালীতে পাঠশালার প্রতিনিধি পর্ষদ গঠন
(Last Updated On: ) সৃজনশীল ও সেবাধর্মী কার্যক্রম পাঠশালা’র প্রতিনিধি পর্ষদ (২০-২১) গঠন করা হয়েছে। প্রতিনিধি পর্ষদে দ্বিতীয় বারের ন্যায় মূখপাত্র নির্বাচিত হয়েছেন জনাব কিশোর দে। আজ রবিবার (১৭ জানুয়ারী) কধুরখীল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সাধারন সভায় ২য় প্রতিনিধি পর্ষদ গঠন করা হয়। এছাড়া শিক্ষা ও সেবা প্রতিনিধি- মিতু তালুকদার, সহ-শিক্ষা ও সেবা প্রতিনিধি- জয় […]