চট্টগ্রাম

দক্ষিণ জেলা আ. লীগের আরও ৯ জন উপদেষ্টা 

(Last Updated On: )

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের একমাসের মাথায় ২৭ জনের উপদেষ্টা পরিষদের তালিকায় যুক্ত হলো আরও ৯ জনের নাম। বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা দাঁড়াল ৩৭ জনের। নতুন যুক্তরা হলেন, পটিয়ার বীর মুক্তিযোদ্ধা এ কে এম আবদুল মতিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. সুকান্ত ভট্টাচার্য, বোয়ালখালীর বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, বাশঁখালীর নুরুল আলম, পটিয়ার মো. মুছা চেয়ারম্যান, বোয়ালখালীর শাহনেওয়াজ হায়দার শাহীন, চন্দনাইশের সৌদি আরব প্রবাসি মক্কা আওয়ামী লীগ ফাউন্ডেশনের সভাপতি মোজাম্মেল হক, পটিয়ার আমেরিকান প্রবাসী জুলকারনাইন চৌধুরী। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল ইসলাম চৌধুরী  জানান, নবীন ও প্রবীণদের সমন্বয়ে জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আগের কমিটির ৫০ জন এবং নতুন ২৫ জন নতুন মুখ নিয়ে এই কমিটি করা হয়েছে। সাবেক অনেক ছাত্রনেতাকে কমিটিতে স্থান করে দেওয়া হয়েছে। ২৭ জনের উপদেষ্টা পরিষদের তালিকায় নতুন করে আরও ৯ জনকে যুক্ত করা হয়েছে। ইতোমধ্যে তাদের কাছে চিঠি পৌঁছে দেয়া হয়েছে।