বিপর্যস্ত টোঙ্গায় ত্রাণ দেওয়ার কাজে নিয়োজিত অস্ট্রেলিয়ান জাহাজে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। টোঙ্গায় ত্রাণ পাঠাতে অস্ট্রেলিয়ান গুরুত্বপূর্ণ ত্রাণ জাহাজ এইচএমএএস অ্যাডেলেইড শুক্রবার অস্ট্রেলিয়া থেকে টোঙ্গার উদ্দেশে যাত্রা শুরু করে। ত্রাণ জাহাজটিতে ৬০০ ক্রু ছিলেন। এর মধ্যে ২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী পিটার ডাটন টোঙ্গার জনসংখ্যাকে ঝুঁকিতে ফেলবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আরও বলেন, করোনা ঝুঁকি থাকবে না এমন পদ্ধতিতেই আমরা টোঙ্গায় ত্রাণ সরবরাহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। টোঙ্গায় এর আগে মাত্র একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল; যা রেকর্ড করা হয়েছিল ২০২১ সালের অক্টোবর মাসে। ষ বিবিসি