আন্তর্জাতিক

তিমির পেটে পাওয়া ‌‘গুপ্তধন’ বদলে দিলো জেলেদের জীবন

(Last Updated On: )

ইয়েমেনে একদল জেলে সমুদ্রে মাছ ধরতে গিয়ে একটি মরা তিমি ভাসতে দেখলো। সেটাকে তীরে এনে পেট কেটে দেখলো এর ভেতরে মহামূল্যবান এক পদার্থ। এর নাম অ্যাম্বারগ্রিজ। খবর: বিবিসি।

তিমির পেটে পাওয়া এই জিনিসটি জেলেদের জীবন বদলে দিয়েছে। সুগন্ধী তৈরির ওই মহামূল্যবান উপাদান তারা বিক্রি করেন ১৫ লাখ ডলাবে। এই অর্থ দিয়ে তারা বাড়ি, গাড়ি ও নৌকা কিনেন। এখন তারা বিয়ের জন্য কনে দেখছেন। প্রাপ্ত ওই অর্থ থেকে তারা দরিদ্র মানুষদেরও সাহায্য করেছেন।


এক কথায় তাদের জীবন পাল্টে দিয়েছে তিমির পেট থেকে পাওয়া ওই অ্যাম্বারগ্রিজ।

জানা যায়, মরা তিমিটি তীরে নিয়ে কৌতুহলবসত জেলেরা এটির পেট কাটলো। এরপর তারা এর ভিতর থেকে তীব্র সুগন্ধ বেরিয়ে আসতে দেখে ঘাবড়ে গেলো। তারা একজনকে ফোন করে জানানো পর তিনি জানালেন, যা পাওয়া গেছে তা মহামূল্যবান অ্যাম্বারগ্রিজ। এটি ওষুধ, সুগন্ধী ও যৌন উত্তেজক ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়

এটি একটি আঠালো ও মোমের মতো পদার্থ। স্পার্ম জাতয়ি তিমির অন্ত্রে এ পদার্থ পাওয়া যায়। বিশেষজ্ঞরা বলছেন ১-৫ শতাংশ স্পার্ম তিমির অন্ত্রে অ্যাম্বারগ্রিজ থাকে।