চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইট শুরু হয়েছে। শুক্রবার (২২ জানুয়ারি) সকাল ১০টার পর ফ্লাইট চলাচল শুরু হয়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান জানান, ঘন কুয়াশার কারণে, ইউএস বাংলার দুটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে চট্টগ্রামে অবতরণ করে। সকাল ১০ টার পর ফ্লাইট দুটো ঢাকায় ফিরে গেছে। এছাড়া অভ্যন্তরীণ রুটের তিনটি ফ্লাইট ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছেছে।
এর আগে ঘন কুয়াশার কারণে সকালে ঢাকা-চট্টগ্রাম রুটের সব ফ্লাইট বাতিল করা হয়। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।