কক্সবাজারের টেকনাফে ১ কেজি ৪০ গ্রাম ওজনের আইসসহ (ক্রিস্টাল মেথ) মোহাম্মদ ইদ্রিস (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার মাদকের আনুমানিক মূল্য ৫ কোটি ৪০ লাখ টাকা।
শনিবার (৯ অক্টোবর) দিবাগত রাত একটায় উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিবপাড়ার বাড়িতে তার শয়নকক্ষে বালিশের নিচ থেকে আইস উদ্ধার করা হয়।
আজ রবিবার (১০ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ইদ্রিসের বাসায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোহাম্মদ ইদ্রিস পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে শয়নকক্ষের বালিশের নিচ থেকে একটি প্যাকেট উদ্ধার করা হয়। ওই প্যাকেটের ভেতর থেকে ৫ কোটি ৪০ লাখ টাকার মূল্যমানের ১ কেজি ৪০ গ্রাম আইস পাওয়া যায়। এ ঘটনায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আজ কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।’