খেলা

টি-২০ স্কোয়াডে জায়গা হলো না যাদের

(Last Updated On: )

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছে বাংলাদেশ৷ পুরো বিশ্বকাপে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। যার রেশ ধরে আসন্ন পাকিস্তান সিরিজের টি-টোয়েন্টি স্কোয়াড জায়গা হারিয়েছেন তারা।

আজ মঙ্গলবার বিকেলে বিসিবির ঘোষিত ১৬ সদস্যের দলে বিশ্রাম দেওয়া হয়েছে অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে। এ ছাড়া জায়গা হয়নি লিটন দাস, সৌম্য সরকার, রুবেল হোসেনদের। তবে ইনজুরি থাকায় দলে নেই সাকিব আল হাসান ও সাইফউদ্দিন।

সাকিব আল হাসান, রুবেল হোসেন ও সাইফউদ্দিন। পুরোনো ছবি

নতুন মুখ হিসেবে দলে ডাক পেয়েছেন সাইফ হাসান, আকবর আলী, ইয়াসির আলী রাব্বি, শহিদুল ইসলাম। এ ছাড়া দলে ডাক পেয়েছেন আমিনুল ইসলাম বিপ্লব ও নাজমুল হোসেন শান্ত।

স্কোয়াড : মোহাম্মদ নাইম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, শামীম পাটোয়ারী, আমিনুল ইসলাম বিপ্লব, শহিদুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি ও আকবর আলী।