জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১৫৫ রানে জিতেছে বাংলাদেশ। রোববার (১৮ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগররা। এই ম্যাচে জিতলেই সিরিজ নিশ্চিত করে ফেলবে বাংলাদেশ। ইতোমধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক ব্র্যান্ডন টেলর। ফলে কিছুক্ষণের মধ্যেই বোলিংয়ে নামবে বাংলাদেশ। এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। শঙ্কা থাকলেও এই ম্যাচে খেলছেন ওপেনার লিটন দাস। তবে গোঁড়ালির চোটের কারণে এই ম্যাচেও খেলা হচ্ছে না মুস্তাফিজুর রহমানের।
বাংলাদেশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম এবং তাসকিন আহমেদ।
জিম্বাবুয়ে: ওয়েসলে মাধেভেরে, টাডিওয়াশে মারুমানি, ব্রেন্ডন টেলর (অধিনায়ক), ডিয়ন মায়ার্স, রেজিস চাকাভা, সিকান্দার রাজা, তিনাশে কামুহুকামওয়া, লুক জংওয়ে, ব্লেসিং মুজারাবানি, টেন্ডাই চাতারা এবং রিচার্ড এনগারাভা।