চট্টগ্রামের বোয়ালখালীতে একটি টয়লেট থেকে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার করে থানা পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আবুল হোসেন (৪২) নামের এক দিনমজুরকে ঘুম থেকে তুলে নিয়ে আসার অভিযোগ পাওয়া গেছে। আবুল হোসেনের পরিবারের দাবি পরিকল্পিভাবে ফাঁসানো হয়েছে। গত শনিবার মধ্যরাতে উপজেলার শাকপুরা ইউনিয়নের লালারহাট ঘোষখীল গ্রামের কমর আলী সারেং বাড়ীতে এ ঘটনা ঘটেছে। পুলিশ বাদী হয়ে আবুল হোসেনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা দায়ের করেছেন। আবুল হোসেনের স্ত্রী আফরোজা সুলতানা অভিযোগ করে বলেন, তার স্বামীকে শত্রুতা বশত ফাঁসানো হয়েছে। রাত আনুমানিক ২টার দিকে পুলিশ তার স্বামীকে ঘুম থেকে ডেকে তুলেন। পরে বাইরে নিয়ে যায়। ঘরের পিছনে নিয়ে গিয়ে টয়লেটের ভেতরে রাখা মদগুলো তার বলে আবুল হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তার বিরুদ্ধে মাদক মামলা দিয়েছে। তিনি এ ঘটনার সুষ্টু তদন্ত দাবি করেছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, আবুল হোসেনের জরাজীর্ণ ঘর। ঘরে বৃদ্ধ মা, এক ছেলে, দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে বসবাস করেন আবুল হোসেন। ঘরের পিছনে প্রায় ৩০ ফুট দূরে টয়লেট। টয়লেটের দরজা নেই। কাপড়ের পর্দা দিয়ে ঢাকা। ওই টয়লেট থেকে দেশীয় তৈরি ৬০ লিটার চোলাই মদ উদ্ধার করেন পুলিশ। এলাকাবাসি ও প্রতিবেশীদের সাথে কথা বলে জানা গেছে, অভাবের সংসারে দিন মজুরের কাজ করে আবুল হোসেন কোন রকমে সংসার চালান। সে যদি মাদক ব্যবসার সাথে জড়িত থাকতো তাহলে কোনো না কোনোভাবে জানাজানি হয়ে যেত। তাকে কখনো এলাকাবাসি অবৈধ কোন কাজে দেখেননি। তাকে হয়তো পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। স্থানীয় ইউপি সদস্য শাহাদাত হোসেন হেলাল বলেন, আবুল হোসেন একজন সহজ সরল ভালো মানুষ। দিন মজুরি করে জীবিকা নির্বাহ করেন। কেউ তাকে মাদক দিয়ে ফাঁসিয়েছে। মদ উদ্ধারকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. কামাল হোসেন বলেন, আবুল হোসেন একজন মাদক কারবারি। তার টয়লেট থেকে পুলিশ ৬০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে। পালানোর সময় তাকে আটক করা হয়। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ফাঁসানোর কোন তথ্য পাওয়া যায়নি।
সম্পৃক্ত খবর
বিয়ের আয়োজন পণ্ড, বরকে নিয়ে পালালেন কনে
(Last Updated On: ) পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বাল্য বিয়ের আয়োজন পণ্ড হলেও বরকে নিয়ে পালিয়ে গেছে কনে। এদিকে, বিয়ের অনুষ্ঠানের আয়োজন করায় বরের বাবা বকুল হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যার দিকে উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ নাহিদ হাসান খাঁন এর কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) বিপাশা হোসাইন অপ্রাপ্তবয়স্ক বর-কনের উপস্থিতিতে […]
সব সরকারি কর্মকর্তা মহার্ঘ্য ভাতা পাবেন: জনপ্রশাসন সচিব
(Last Updated On: ) সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা সবাইকে দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উপর রহমান। রবিবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান তিনি। সিনিয়র সচিব বলেন, সচিব থেকে পিয়ন পর্যন্ত সবাই এই ভাতা পাবেন। এই লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে কমিটি সুপারিশ […]
সাংবিধানিক কোর্ট বন্ধ থাকতে পারে না: প্রধান বিচারপতি
(Last Updated On: ) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, সাংবিধানিক কোর্ট (উচ্চ আদালত) বন্ধ থাকতে পারে না। করোনা পরিস্থিতিতেও ভারতের সাংবিধানিক কোর্ট কখনো বন্ধ থাকেনি। আপিল বিভাগের কার্যতালিকায় থাকা একটি মামলার ভার্চুয়াল শুনানিকালে রোববার (৪ এপ্রিল) তিনি এ কথা বলেন। মামলার শুনানিকালে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম আমীর উল ইসলাম, প্রবীর নিয়োগীসহ অন্যান্য আইনজীবীরা আপিল […]