জুয়া খেলায় হেরে গিয়ে নিজের বউ পর্যন্ত অপর জুয়াড়ির কাছে ধার দিয়ে আসর চালিয়ে যায়। এমন একটি জুয়াড়ি চক্রকে আটক করেছে চান্দগাঁও থানা পুলিশ।
আজ ১ নভেম্বর বেলা আড়াইটায় চান্দগাঁও থানাধীন ইস্পাহানী জেটি রোড কলাবাগান লেদুর সেমি পাকা ঘরের জাবেদের বসতঘরে ভাড়াঘরে এ অভিযান চালায় পুলিশ।
এসময় ২০ জন জুয়াড়িকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩২ হাজার টাকা, ৮ বান্ডেল জুয়ার তাস, ১৮৬ টি জুয়া খেলার খোলা তাস উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন -মোঃ মনসুর (২৮), ইয়ার মাহমুদ (৪০), মোঃ শাহিন মিয়া (২৪), তোফাইল আহমদ (২৬), সাজ্জাদ চৌধুরী, মোঃ সোহাগ (৩০), মোঃ সাজ্জাদ হোসেন (১৯), মোঃ আবু তালেব (৩৪), মোঃ ইসমাইল (৩১), নুর মোহাম্মদ (৩৫), কামাল হোসেন (২৮), মোঃ দিদারুল ইসলাম ইরফান (৩১), মোঃ নাছির (২৫), মোঃ আজিজ (৩২), মোঃ মানিক হোসেন (৪২), সুমন দাশ (৩৫), আব্দু রহমান (৫০), আব্দুছ সাত্তার (৩৯), এনামুল হক (৪৩) ও আহম্মদ আজাদ (৪০)।
চান্দগাঁও থানার এসআই (নিঃ) শরীফ রোকনুজ্জামান জানান,কলাবাগানের লেদুর সেমি পাকা ঘরের মধ্যে রুমের ভেতরে জাবেদের ভাড়াঘরে প্রতিদিন জুয়ার আসর বসত। আমরা অভিযান চালিয়ে ২০ জনকে আটক করি। এ ব্যাপারে চান্দগাঁও থানার ননএফআইআর নং-১২০, ধারা- সিএমপি অধ্যাদেশ ৯৪ রুজু করা হয়েছে।