জাতীয়

জুলাইয়ের শেষে শিশুদের টিকাদান শুরু

(Last Updated On: )

শিশুদের জন্য টিকা জুলাইয়ে হাতে আসবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ওই মাসের শেষের দিকে এ কার্যক্রম চালু করা যাবে।

সচিবালয়ে বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সই অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘টিকা কার্যক্রম চলমান। শিশুদের জন্য টিকা জুলাই মাসে পেয়ে যাব। এটা হাতে আসলে জুলাইয়ের শেষে টিকা কার্যক্রম চালু করতে পারব।’

দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে জাহিদ মালেক বলেন, ‘করোনা নিয়ে চিন্তিত, তবে শঙ্কিত নই। আমাদের প্রস্তুতি আছে।’