চট্টগ্রামের সীতাকুণ্ডে ইস্পাত প্রস্তুুতকারক প্রতিষ্ঠান জিপিএইচের নিজস্ব পরিবহনের একটি ট্রাক বরণ কুমার ত্রিপুরা (৩০) নামে নিজেদেরই এক নিরাপত্তা কর্মীকে পিষে দিয়েছে। এতে ওই নিরাপত্তা কর্মীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। একই ঘটনায় মিল্লাত হোসেন নামে আরেক নিরাপত্তা কর্মীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নেয়া হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুর ১ টায় সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া চৌধুরী মার্কেটস্থ জিপিএইচ ইস্পাতের ওয়্যারহাউজে এ ঘটনা ঘটে। নিহত নিরাপত্তা কর্মী বরণ কুমার চাকমা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দক্ষিণ সাপমারা এলাকার শোভা চন্দ্রের ছেলে। ঘটনাস্থলে সীতাকুণ্ড থানা ও শিল্প পুলিশের একাধিক টীম অবস্থান করছে। এদিকে ঘটনার পরপর বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। দুপুর আড়াইটায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায় জিপিএইচ ইস্পাতের ওই ওয়্যারহাউজের প্রবেশ গেইটে লাল ত্রিপল দিয়ে ঢেকে দেয়া হয়েছে। কোন সংবাদকর্মী এমনকি জিপিএইচের নিজস্ব কর্মকর্তা-কর্মচারীদেরকে প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। নিরাপত্তা কর্মীসহ জিপিএইচের যে কয়েকজন কর্মকর্তার সাথে এ প্রতিবেদকের সঙ্গে দেয়া হয়েছে তারা কেউ ভয়ে মুখ খুলছেন না। তাদের সবার একই উক্তি আমরা কেউ কিছু দেখিনি, আমাদের কিছুই জানা নেই। জানা যায়, দুপুর ঠিক ১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া চৌধুরী মার্কেট এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাতের ওয়্যারহাউজে একটি ট্রাক ( চট্টমেট্টো-উ-১১০৮৩৯) দ্রুত গতিতে ওয়্যারহাউজের গেইট ভেঙে ঢুকে পড়ে। এসময় গেইটে দায়িত্বে থাকা বরণ কুমার চাকমা ও মিল্লাত হোসেনকে পিষে টেনে চেছড়ে ৫০ মিটার দূরে নিয়ে যায় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই বরণ কুমার চাকমা মারা যান। অপরদিকে মিল্লাত হোসেনের পা বিচ্ছিন্ন হয়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা মিল্লাত হোসেনকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। এরপর থেকে ওয়্যারহাউজের গেইট ত্রিপল দিয়ে দেয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভিতরে কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। বাইরে সীতাকুণ্ড থানা পুলিশ ও শিল্প পুলিশের একাধিক টীম অবস্থান করছে। ভেতরে প্রবেশের চেষ্টা করা হলে এ প্রতিবেদককে বাধা দেন জিপিএইচের একজন কর্মকর্তা। তার কাছে বিস্তারিত জানতে চাইলে তিনি তথ্য দিতে রাজি হননি। এমনকি নিজের পরিচয় না দিয়ে সরে পড়েন। এসময় কথা হয় মোঃ আব্দুল আউয়াল নামে একজন নিরাপত্তা কর্মীর সাথে। তিনি বলেন, বরণ কুমার চাকমা ৬-২ টার ডিউটিতে ছিলেন। তার সাথে ছিলেন মিল্লাত হোসেন। ট্রাকটি তাদের দুজনকে পিষে দিয়েছে। বরণের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। মিল্লাতকে হাসপাতালে নেয়া হয়েছে। ট্রাকটির চালক বা হেলফারকে আমরা দেখিনি। জানতে চাইলে সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমণ বণিক বলেন, ট্রাক চাপায় একজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। মিল্লাত হোসেন নামে আরেক নিরাপত্তা কর্মী গুরুতর আহত হয়েছে। তাকে হাসপাতালে নেয়া হয়েছে। আমরা লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষ করেছি। বিস্তারিত পরে বলতে পারব। সাংবাদিকদের ভেতরে প্রবেশ নিষেধ করা হয়েছে কেন জানতে চাইলে তিনি বলেন, এটি আমাদের জানা নেই। তাদের কারখানা তারাই ভালো জানে। এ বিষয়ে জানতে জিপিএইচ ইস্পাতের ডিএমডি আলমাস শিমুলকে মুঠোফোনে কল করা হলে ফোনটি রিসিভ করেন তার পিএ। তিনি বলেন, স্যার একটু মিটিংয়ে আছেন, আপনি কাইন্ডলি আমাদের কর্ণেল শওকত ওসমান সাহেবের সঙ্গে কথা বলুন। এসময় তার মুঠোফোন নম্বর দিতে বললে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
সম্পৃক্ত খবর
বুধবার থেকে লকডাউন হয়ে যাচ্ছে ফটিকছড়ি
(Last Updated On: ) করোনার উচ্চমাত্রার সংক্রমণের কারণে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় আগামী ২৩ থেকে ৩০ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। চট্টগ্রামে উপজেলা পর্যায়ে আলাদা করে লকডাউনের প্রথম ঘটনা এটি। গত দুই সপ্তাহে এই উপজেলায় সংক্রমণের হার ৩৪ শতাংশ ছাড়িয়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২২ জুন) বিকেল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত […]
কাপ্তাইয়ে নৌকার প্রার্থীকে গুলি করে হত্যা
(Last Updated On: ) রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নেথোয়াই মারমাকে (৫৬) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৬ অক্টোবর) রাত বারোটার পর চিৎমরমের আগাপাড়া এলাকায় নিজ বাসাতেই তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা। নিহত নেথোয়াই মারমা ওই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতিও ছিলেন । […]
আজ কবিতার ফেরিওয়ালার প্রকাশনা উৎসব
(Last Updated On: ) প্রচার বিমুখ ও নিভৃতচারী কবি আ ন ম ইলিয়াছ এর তৃতীয় কাব্যগ্রন্থ কবিতার ফেরিওয়ালার প্রকাশনা উৎসব আজ ২৯ জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় ৬ টায় চট্টগ্রাম একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হবে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক , কবি ও সাংবাদিক রাশেদ রউফ,বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও […]