জাতীয়

জাপার কাছে ধরাশায়ী আওয়ামী লীগ

(Last Updated On: )

দিনাজপুর জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি দেলোয়ার হোসেন ১ হাজার ১৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী তৈয়ব উদ্দিন চৌধুরী পেয়েছেন ২২৬ ভোট। আওয়ামী লীগের অপর প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী পেছেন ৭৮ ভোট।

দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকতা মো. শাহিনুর রহমান প্রামানিক জানান, বেসরকারিভাবে জেলা পরিষদ নির্বাচনে  আনারস প্রতীক নিয়ে দেলোয়ার হোসেন বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।

আজ সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমএ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।