গত মঙ্গলবার আফগানিস্তানের হেলিকপ্টারে বাঁধা একব্যক্তির ভিডিও ভাইরাল হয়। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, কান্দাহারে তালিবানরা ওই ব্যক্তিকে হেলিকপ্টারে ঝুলিয়ে মেরে ফেলেছে। ওই ব্যক্তির অপরাধ, তিনি আমেরিকানদের জন্য দোভাষীর কাজ করতেন। খবর উইয়ন নিউজের।
কিন্তু ওই ভিডিও নিয়ে শুরু থেকেই রহস্য দানা বাঁধছিল। যে ব্যক্তিকে হেলিকপ্টার থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, তিনি কি জীবিত না মৃত, তা নিয়ে সংশয় ছিল বিশ্বের সংবাদমাধ্যমে।
অবশেষে জানা গেল, ঘটনাটি মিথ্যা। বিভিন্ন সূত্র খতিয়ে দেখার পর বুম লাইভ জানিয়েছে, ওই ব্যক্তি আসলে একজন তালেবান যোদ্ধা। কান্দাহারের গভর্নরের অফিসে তালেবানের পতাকা লাগানোর চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি। অবশেষে সেই রহস্যের জট খুলল।