চট্টগ্রাম

জব্বারের বলীখেলা ও মেলা শুরু ২৪ এপ্রিল

(Last Updated On: )

আগামী ২৪ এপ্রিল থেকে তিনদিনব্যাপী চট্টগ্রাম নগরীর লালদিঘী চত্বরে আবদুল জব্বারের ১১৪তম বলীখেলা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকালে পূর্বকোণকে এই  তথ্য নিশ্চিত করেছেন মেলা কমিটির সভাপতি ও আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী।

তিনি জানান, জব্বারের ১১৪তম বলীখেলা ও বৈশাখী মেলা উপলক্ষে আগামীকাল শুক্রবার বিকালে প্রেস ব্রিফিং করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী।

কাউন্সিলর জহরলাল হাজারী আরও বলেন, ঐতিহাসিক জব্বারের ১১৪তম বলীখেলা লালদিঘী চত্বরে আয়োজিত হবে। আগামী ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত  তিনদিন বৈশাখী মেলা চলবে। বলীখেলা হবে ২৫ তারিখ। জব্বারের বলীখেলা শুধু একটি খেলা নয়, এটি আমাদের ঐতিহ্য। এই ঐতিহ্যকে ধরে রাখতে আমাদের সকলের সহযোগিতা করতে হবে।

তবে মেলা কয়দিন চলবে এমন প্রশ্নের জবাবে হাজারী বলেন, যেহেতু ঈদে নগরী ফাঁকা হয়ে যাবে যানবাহন কম থাকবে তাই পুলিশ মেনে নিলে মেলা পাঁচদিন চলতে পারে। অন্যথায় তিনদিন মেলা চলবে।