চট্টগ্রাম

জনসভায় এসে মৃত্যুবরণকারী নেতার পরিবারের পাশে আ.লীগ

(Last Updated On: )

নগরের পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে এসে অসুস্থ হয়ে মৃত্যুবরণকারী হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম বাচার পরিবারকে আওয়ামী লীগের পক্ষ থেকে ৫ লাখ টাকা দেওয়া হবে।  

সোমবার (৫ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন চট্টগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

তিনি বলেন, জহিরুল ইসলাম বাচার পরিবারকে সমবেদনা জানাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপির নেতৃত্বে একটি দল আজ সেখানে যাবে। বাচা’র পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দেওয়া হবে। পরিবারের আর্থিক অবস্থা খারাপ হলে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বসে একটা সিদ্ধান্ত নিবেন।  

বাচা চন্দনাইশ উপজেলার ৮ নম্বর উত্তর হাশিমপুর ইউনিয়নের মৃত দুলা মিয়ার ছেলে। গত রোববার আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে আসার পথে সদরঘাট এলাকার শাহজাহান হোটেলের সামনে অসুস্থ হয়ে পড়েন তিনি। দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।