জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়্যারেজ অথরিটি (ঢাকা ওয়াসা)। প্রতিষ্ঠানটি ‘ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর’ পদে জনবল নিয়োগ দেবে।
চাকরি প্রত্যাশীরা আগামী ২৩ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ার/সমমান
অভিজ্ঞতা: ১২-২৫ বছর
বেতন: ২,৫০,০০০ টাকা
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
চাকরির মেয়াদ: ০৩ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ৫৫ বছর
কর্মস্থল: যে কোনো স্থান
আবেদনের নিয়ম: চাকরি প্রত্যাশীরা https://docs.google.com/forms/d/e/1FAIpQLSccoDHo-r_ilxwoMR6m0p2OWlNhm9FJGbEqRAufBfr3v0YtFA/viewform এই লিঙ্কের এর মাধ্যমে আবেদন করতে পারবেন।