জাতীয়

জঙ্গি আনসার আল ইসলামের আমিরসহ গ্রেফতার ৫

(Last Updated On: )

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের নায়েবে আমিরসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

আজ রবিবার (৮ অক্টোবর) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের পক্ষ থেকে এক খুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এর আগে শনিবার (৭ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল ও ১৫ রাউন্ড গুলিসহ তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া বিভাগ জানিয়েছে, সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপ অভিযান চালিয়ে আনসার আল ইসলামের নায়েবে আমির ও চার সহযোগী গ্রেফতার করেছে।

রবিবার ডিএমপি মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। যেখানে বিস্তারিত তুলে ধরবেন সিটিটিসি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান।