কক্সবাজারের মহেশখালীতে প্রতিপক্ষের হামলায় আক্তার আহমদ (৫০) নামের একব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে মাতারবাড়ি সাইরারডেইল এলাকায় হামলার শিকার হন আক্তার আহমদ।
বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই। তিনি জানান, আক্তার আহমদের ছেলের সঙ্গে পার্শ্ববর্তী নাসির উদ্দীনের মেয়ের প্রেমের সম্পর্ক নিয়ে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্বের শুরু। এ নিয়ে দুইপক্ষের বাকবিতণ্ডার একপর্যায়ে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হন আক্তার আহমদ। পরে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।