খেলা

ছেলের গোল দেখেই মারা গেলেন বাবা

(Last Updated On: )

বুধবার রাতে লিপজিকের বিপক্ষে ম্যান সিটি জয়ের দিনে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজের প্রথম গোল করেন নেদারল্যান্ডের ডিফেন্ডার নাথান আকে। কিন্তু এরপরও সেই রাতটা তার কাছে আনন্দের চেয়েও বেশি বেদনার ছিল। কেননা চ্যাম্পিয়ন্স লিগের নিজের ক্যারিয়ারের প্রথম গোল পাওয়ার কয়েক মিনিট পরেই মারা যান তার বাবা।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে লিপজিকের বিপক্ষে খেলতে নামে বর্তমান রানারআপ দল ম্যানচেস্টার সিটি। এদিন দলের হয়ে মাঠে নামেন সময়ের অন্যতম সেরা ডিফেন্ডার নাতান আকে। আর ৬-৩ গোল ব্যবধানে জেতার ম্যাচে নিজেও ক্যারিয়ারের প্রথম চ্যাম্পিয়ন্স লিগের গোল করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পরের দিন ২৬ বছর বয়সী এই ডাচ ফুটবলার জানান যে, দলের ও নিজের প্রথম গোলের কয়েক মিনিট পরই তার বাবা মারা যান।

তিনি বলেন, ‘আমি জানি, আপনি সবসময় আমার সঙ্গে আছেন, সবসময় আমার হৃদয়ে থাকবেন এবং এই গোলটি আপনার জন্য ছিল, বাবা।’