জাতীয়

ছাত্রীকে বিয়ে করে গ্রেপ্তার শিক্ষক

(Last Updated On: )

নাবালিকা এক ছাত্রীকে কৌশলে বিয়ের কারণে গ্রেপ্তার হয়েছেন এক শিক্ষক। ভারতের অন্ধ্র প্রদেশের চিত্তর জেলার গঙ্গাভারম মন্ডল এলাকায় ঘটেছে এ ঘটনা। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ওই শিক্ষকের নাম চালাপাতি (৩৩)। তাকে প্রটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স (পিওসিএসও) আইনের অধীনে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক একটি প্রাইভেট আন্ত-কলেজের শিক্ষক। 

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযুক্ত শিক্ষক বিবাহিত ছিলেন, তার ঘরে কন্যা সন্তান আছে। অন্যদিকে ওই ছাত্রীর বয়স ১৭ এবং দ্বাদশ শ্রেণির ছাত্রী।

বার্তাসংস্থা এএনআইকে এসআই সুধাকর রেড্ডি বলেছেন, গত বুধবার ওই ছাত্রীর ফাইনাল পরীক্ষা ছিল। অভিযুক্ত শিক্ষক তাকে কৌশলে মিথ্যা বলে তিরুপাতি নিয়ে যায়। এরপর তারা মন্দিরে বিয়ে করে।

এরপর ওই শিক্ষকের আচরণ পরিবর্তন শুরু হয়। ভুক্তভোগী শিক্ষার্থী এরপর পুরো ঘটনা তার পরিবারকে জানায়। তারা গত বৃহস্পতিবার ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে।