জাতীয়

ছাত্রলীগের ২১ নেতাকর্মী বহিষ্কার 

(Last Updated On: )

 চাঁদাবাজি মারধরসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে সংগঠনের ২১ নেতাকর্মীকে বহিষ্কার করেছে ছাত্রলীগ।

রোববার (১২ ফেব্রুয়ারি) সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সম্প্রতি ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নাজমূল হাসান রুপু (সাবেক মানব সম্পদ বিষয়ক উপ-সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ), তানজীর আরাফাত তুষার (যুগ্ম-সাধারণ সম্পাদক, কবি জসিম উদদীন হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), আসাদুল্লাহ আসাদ (সমাজসেবা সম্পাদক, ফজলুল হক হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), মাহিদুর রহমান বাধন (পরিবেশ বিষয়ক সম্পাদক, ফজলুল হক হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), রিয়াজ আহমেদ পলক (গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক, ফজলুল হক হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), জিহাদুল ইসলাম (উপ-দপ্তর সম্পাদক, ফজলুল হক হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), আল কাওসার (অর্থ বিষয়ক উপ-সম্পাদক, ফজলুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়), শাওন চৌধুরী (গ্রন্থণা ও প্রকাশনা বিষয়ক উপ-সম্পাদক, ফজলুল হক হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), ফাহিম তাজওয়ার জয় (সদস্য, মাস্টার দা সূর্যসেন হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), সাজিদ আহমেদ (সদস্য, মাস্টার দা সূর্যসেন হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), রাহুল রায় (কর্মী, জগন্নাথ হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), মো: তারেক (কর্মী, ফজলুল হক হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), ফজলে নাবিদ সাকিল (কর্মী, বিজয় একাত্তর হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), মো: রাহাত রহমান (কর্মী, বিজয় একাত্তর হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), সাদিক আহাম্মদ (কর্মী, বিজয় একাত্তর হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), অসিত পাল (পরিবেশ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা), মারুফ ইসলাম (যুগা- সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা), শাহ আলম রাতুল (সহ-সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা), নূর মোহাম্মদ নাবিল (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা), কামরান সিদ্দিক রাশেদ (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা) এবং রাকিবুল ইসলাম রাকিব (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা) কে  ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

একইসঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের সকল সাংগঠনিক ইউনিটকে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ সমুন্নত রাখা, গঠনতান্ত্রিক আদর্শিক রাজনৈতিক সংস্কৃতি বজায় রাখা ও স্মার্ট ক্যাম্পাসের উপযোগী স্মার্ট ছাত্ররাজনীতি বিনির্মাণে সচেষ্ট থাকার নির্দেশনা দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।