জাতীয়

ছাগলের ‘খৎনায়’ বিরাট আয়োজন, ৩শ মানুষ খাওয়ালেন দিনমজুর

(Last Updated On: )

দুই যুগের দাম্পত্য জীবনে কোনো সন্তান হয়নি দিনমজুর ওহাব ও লাইলী বেগম দম্পতির। ফলে বিভিন্ন সময় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়তেন। সম্প্রতি তাদের সংসারে ছাগলের দুটি বাচ্চা জন্ম নেয়। আর এই বাচ্চা দুটির খৎনা উপলক্ষে তারা বিরাট আয়োজন করে ৩০০ জন মানুষকে খাইয়েছেন।

গত বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার পর্যন্ত কুষ্টিয়া জেলার কুমারখালীর নন্দনালপুর ইউনিয়নের কাশেমপুর গ্রামে এই ভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওহাব ও লাইলী বেগম জানান, জীবনের দীর্ঘ সময়ে বিভিন্ন অনুষ্ঠানে তারা অংশ নিলেও নিজের কোনো অনুষ্ঠানে কাউকে দাওয়াত দিতে পারেননি। তাই আত্মতুষ্টির জন্য ব্যতিক্রম এই আয়োজন করেন তারা। এদিন রঙিন কাপড়ে ছাগলের বাচ্চা দুটিকে সাজান তারা। ব্যতিক্রমী এমন আয়োজনের খবর ছড়িয়ে পড়লে অনেকে দেখতে আসেন।