কক্সবাজারের টেকনাফে ব্যাংকের ভেতর থেকে আমান ওয়াহিদ (৩০) নামের এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ (২৯ জুন) মঙ্গলবার , সকালে ব্যাংকের ভেতরেই নিজের চেয়ারে তাকে মৃত দেখতে পান সহকর্মীরা।
নিহত আমান ওয়াহিদ টেকনাফের সাবরাং মুন্ডাল ডেইল এলাকার বাসিন্দা। তিনি হ্নীলা ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার ইনচার্জ ছিলেন।
ব্যাংকের সহকর্মী ফায়সাল উদ্দিন জানান,আমান ওয়াহিদ যাতায়াত সমস্যার কারণে গত তিনদিন ধরে ব্যাংকে রাত্রিযাপন করছেন। সোমবার রাত ২টার দিকে আমাকে কল করে বলেন তার প্রচণ্ড মাথাব্যথা খারাপ লাগছে। সকালে ব্যাংকে কর্মকর্তা কর্মচারীরা এসে আমান ওয়াহিদকে তার চেয়ারে বসা অবস্থায় মৃত দেখতে পাই।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে বুঝা যাবে মৃত্যুর আসল কারণ।