সহস্র বছরের ভয়াবহ বর্ষণের পর বন্যায় গত মাসে চীনের মধ্যাঞ্চলের হেনান প্রদেশে মৃতের সংখ্যা বেড়ে ৩০২ জনে দাঁড়িয়েছে। এছাড়া সোমবার পর্যন্ত এই বন্যায় নিখোঁজ রয়েছেন প্রায় ৫০ জন বলে সোমবার দেশটির স্থানীয় সরকারের কর্মকর্তারা জানিয়েছেন।
জুলাই মাসের শেষের দিকে দেশটির কর্মকর্তারা জানিয়েছিলেন, ‘সহস্র বছরের’ সর্বোচ্চ বৃষ্টিতে হেনান প্রদেশ ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখোমুখি হয়েছে। হেনান প্রদেশের রাজধানী ঝেংঝৌ ছিল এই বন্যার উপকেন্দ্র। প্রাদেশিক সরকারের এক কর্মকর্তা সোমবার সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, বন্যায় ঝেংঝৌ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধুমাত্র এই প্রদেশেই প্রবল বৃষ্টিপাত এবং বন্যায় ২৯২ জনের প্রাণহানি ঘটেছে এবং নিখোঁজ হয়েছেন ৪৭ জন।
সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঝেংঝৌয়ের ভূগর্ভস্থ রেল লাইনগুলো পানিতে তলিয়ে গেছে। বুক সমান পানিতে ভাসছে কমিউটার ট্রেন। ভূগর্ভস্থ স্টেশনগুলো পুকুরে পরিণত হয়েছে।
বন্যায় ক্ষয়ক্ষতির হালনাগাদ তথ্য সাংবাদিকদের কাছে তুলে ধরেছেন ঝেংঝৌয়ের মেয়র হো হং। তিনি বলেছেন, নিহতদের মধ্যে অন্তত ৩৯ জন প্রাণ হারিয়েছেন ভূগর্ভস্থ গাড়ি পার্কিংয়ের স্থানে। এছাড়া একটি সুরঙ্গে প্রাণ হারিয়েছেন আরও ৬ জন।
গত ১৭ জুলাই চীনের হেনান প্রদেশে ভারী বৃষ্টিপাত শুরু হয়। বর্ষণ এবং বন্যায় সেখানকার এক কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে অন্তত ৯ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় হেনানের মোট আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলারে।
বন্যার ক্ষয়ক্ষতির চিত্র গণমাধ্যমে তুলে ধরতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন বিদেশি সাংবাদিকরা। ফরাসী সংবাদসংস্থা এএফপির সাংবাদিকের ক্যামেরায় ধারণ করা বন্যার ভিডিও ফুটেজ হেনানের স্থানীয় একদল বাসিন্দা মুছে ফেলতে বাধ্য করেছেন। এছাড়া ঝেংঝৌয়ের ভূগর্ভস্থ একটি সুরঙ্গ থেকে বন্যার হালনাগাদ তথ্য প্রচারের সময় কয়েক ডজন মানুষ সাংবাদিককে ঘিরে ধরে হেনস্থা করেন।
গত সপ্তাহে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝ্যাও লিজিয়ান ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে ‘ভুয়া সংবাদ সম্প্রচার কোম্পানি’ বলে অভিহিত করেছেন। সূত্র: এএফপি।