চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিপিসি) প্রতিষ্ঠার শতবার্ষিকীর অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যোগ দিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা।
মঙ্গলবার (৬ জুলাই) সন্ধ্যায় সিপিসির উদ্যোগে আয়োজিত বিশ্ব রাজনৈতিক দল শীর্ষক সম্মেলনে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে নেতারা ভার্চ্যুয়ালি যোগ দেন।
এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখেন।
এছাড়া বিএনপির ২৫ সদস্যের একটি প্রতিনিধিদল ভার্চ্যুয়ালি যুক্ত হয়। উপস্থিত ছিলেন- অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান এয়ার-ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, আব্দুল আউয়াল মিন্টু, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল খান, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরুদ্দিন অসীম, সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ব্যারিস্টার রুমিন ফারহানা, নির্বাহী কমিটির সদস্য জেবা আমিনা খান, মহিলা দল নেত্রী মাহমুদা হাবিবা, চৌধুরী নায়েব ইউসুফ, মানবাধিকার বিষয়ক কমিটির সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল, ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, সরদার মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।