চট্টগ্রামের মিরসরাইয়ে র্যাব সদস্যের ওপর হামলার সময় হারিয়ে যাওয়া অস্ত্রটি চিরকুটসহ ফেরত দেওয়া হয়েছে।
রবিবার (২৯ মে) ভোরে বারৈয়ারহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মহিউদ্দিন বাবুলের বাড়ির সামনে থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা নূর হোসেন মামুন।
তিনি বলেন, ‘একটি টেলিটক নম্বর থেকে ফোন করে বলা হয়, অস্ত্রটি ৫ নম্বর ওয়ার্ডের মহিউদ্দিন বাবুলের বাড়ির সামনে রাখা হয়েছে। ফোন করা ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। থানা থেকে টিম পাঠিয়ে একটি চিরকুট সহকারে অস্ত্রটি উদ্ধার করা হয়। চিরকুটে লেখা ছিল- ভয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অস্ত্র জমা দেইনি।’
এর আগে বারৈয়ারহাটের শান্তিরহাটে ২৫ মে সন্ধ্যায় সাদাপোশাকে মাদকবিরোধী অভিযানে যায় র্যাবের একটি দল। তখন ‘ডাকাত, ডাকাত’ বলে র্যাব সদস্যদের ওপর হামলা করে পৌরবাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন। এতে দুই র্যাব সদস্যসহ তিনজন গুরতর আহত হন। হামলার সময় র্যাব সদস্যদের দুটি অস্ত্রও খোয়া যায়। ঘটনার পরদিন রাতে পৌর এলাকায় অভিযান চালিয়ে একটি অস্ত্র উদ্ধার করে র্যাব। আরেকটি অস্ত্র উদ্ধারে এরপর থেকে তৎপরতা চালাতে থাকে সংস্থাটি।
গতকাল শনিবার দুপুরে অস্ত্রটি উদ্ধার এবং পৌর এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দূর করতে শান্তি সম্মেলন করে বারৈয়ারহাট পৌরসভা। সেখানে র্যাবের খোয়া যাওয়া অস্ত্রটি ফিরিয়ে দিতে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর হোসেন। ঘোষণার ১৬ ঘণ্টার মাথায় উদ্ধার হলো অস্ত্রটি। র্যাবের ওপর হামলার ঘটনায় তিনটি পৃথক মামলায় ১৩ জনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।