করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সরকারঘোষিত চলমান বিধিনিষেধের (লকডাউন) মেয়াদ আরেক দফা বাড়ানো হয়েছে। বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে রোববার (২৩ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
যেখানে অর্ধেক যাত্রী নিয়ে বাস-ট্রেন-লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়। তাই আজ সোমবার (২৪ মে) থেকে শুরু হলো দূরপাল্লার বাস-লঞ্চ-ট্রেন চলাচল।
সারাদেশে ২৮ জোড়া আন্তঃনগর ট্রেন, নয়টি মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে রেল চলছে, ট্রেন স্যানিটাইজ করা হয়েছে, যাত্রীদের জীবানুনাশক স্প্রে করা হচ্ছে।
সকাল থেকে ৩টি ট্রেন ছেড়ে যায়। দূরপাল্লা ও আন্তঃজেলা বাস সার্ভিস চালু হলেও যাত্রীসংখ্যা কম। যে কারণে সময় মতো ছেড়ে যেতে পারছে না দূরপাল্লার পরিবহনগুলো। তবে স্বাস্থ্যবিধিসহ অন্যান্য শর্ত মানার চেষ্টা করছে পরিবহণ সংশ্লিষ্টরা।
চলতি বছর করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ৫ এপ্রিল থেকে লকডাউন ঘোষণা করা হয়। এদিকে, সকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড় দেখা গেছে। একটি আসন ফাঁকা রেখেই যাত্রী পরিবহণ করা হচ্ছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর।
এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।