জাতীয়

চাঁদাবাজির প্রতিবাদ করায় কাউন্সিলর পুত্রকে হত্যা


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

মুন্সীগঞ্জে চাঁদাবাজির প্রতিবাদ করায় ঝলক মিরকাদিম নামে এক পৌর কাউন্সিলর পুত্রকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলার মিরকাদিমের লঞ্চ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ঝলক পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মো. লিটন মিয়ার ছেলে।

জানা যায়, মিরকাদিম লঞ্চ ঘাট থেকে অবৈধভাবে ব্যবসায়ীদের থেকে চাঁদা তুলছিল মিরকাদিম পৌরসভার নৈদিঘির পাথ এলাকার শরিয়তউল্লাহ মুন্সীর ছেলে চিহ্নিত সন্ত্রাসী জিল্লুর ছোট ভাই মাসুদ ও ভাতিজা মমিন। সেই চাঁদাবাজির প্রতিবাদ করে চাঁদা তুলতে বাধা দেয় কাউন্সিলর মো. লিটন। সেই শত্রুতার জেরধর তার ছেলে কলেজছাত্র ঝলককে বাড়ি থেকে ডেকে নিয়ে লঞ্চ ঘাট এলাকায় এলোপাথাড়িভাবে ছুরিকাঘাত করে ফেলে পালিয়ে যায় সন্ত্রাসী মাসুদ ও মমিন। পরে স্থানীয়রা জলককে গুরুতর অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার (ওসি) তদন্ত রাজীব খান জানান, লঞ্চ ঘাটের ইজারাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।