না ফেরার দেশে চলে গেলেন বাংলা একাডেমির মহা পরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজি। এক মাস চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে সোমবার (২৪ মে) রাত ১১ টায় মৃত্যুবরণ করেন তিনি।
বাংলা একাডেমির সচিব এ. এইচ. এম. লোকমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানান তিনি।
তবে বাংলা একাডেমিতে শ্রদ্ধা জানানোর জন্য নিয়ে আসা হবে তার মরদেহ- এই সিদ্ধান্ত সকালে জানানো হবে। হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যু এক অপূরণীয় ক্ষতি বলে আখ্যা দেন তিনি।
প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ ডিসেম্বর তিন বছরের জন্য বাংলা একাডেমির মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান হাবীবুল্লাহ সিরাজী।
১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ফরিদপুর জিলা স্কুল থেকে মাধ্যমিক, ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, বাংলাদেশ প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে উচ্চ শিক্ষা লাভ করেন।
প্রকৌশলী নন কবি হিসেবে আপামর জনগণের কাছে তিনি অধিক সমাদৃত।