চট্টগ্রামের চন্দনাইশে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. আজিজ নামে একব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত স্কেভেটরও জব্দ করা হয়।
আজ ২১ এপ্রিল, বৃহস্পতিবার উপজেলার বরগুনি বিট জঙ্গল হাশিমপুর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।
ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, অবৈধভাবে পাহাড় ও কৃষি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহের অপরাধে এই জরিমানা করা হয়েছে। আগামীতে কৃষি জমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলার বরগুনি বিট কর্মকর্তা খন্দকার মাহাবুবুর রহমান ও চন্দনাইশ থানা পুলিশের সদস্যরা অভিযানে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।