মিরসরাইয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে মো.একরামুল হক (৬২) নামে এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ৩ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২০ জুলাই) দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম ফেরদৌস আরার আদালত এ রায় দেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার আরিফুল আলম আদালতের রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত আসামি মো.একরামুল হক উপজেলার জোরারগঞ্জ থানার হিঙ্গুলী ইউনিয়নের দক্ষিণ আজমনগর এলাকার মৃত ছাদিকের রহমানের ছেলে। পেশায় একরাম একজন এক সিএনজি অটোরিকশা চালক।
আদালত সূত্রে জানা যায়, ভিকটিম একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। মামলার দুই মাস আগে থেকে ওই ছাত্রীকে আচার ও চকলেটের প্রলোভন দেখিয়ে সিএনজি অটোরিকশা করে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন একরামুল। ধর্ষণের বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেন।
২০১৯ সালের ৫ আগস্ট বিদ্যালয়ে পরীক্ষা দিয়ে বাড়িতে ফেরার সময় ওই ছাত্রীকে নির্জন স্থানে নিয়ে ফের ধর্ষণ করার সময় স্থানীয়রা দেখে ফেলার পর একরামুল হক পালিয়ে যায়। পরে ভুক্তভোগী বাড়িতে গিয়ে ধর্ষণের বিষয়টি পরিবারের সদস্যদের জানান। ঘটনার দুদিন দিন পর ৭ আগস্ট জোরারগঞ্জ থানায় ছাত্রীর মা বাদি হয়ে মামলা দায়ের করেন। ২০১৯ সালের ৭ ডিসেম্বর পুলিশ আদালতে অভিযোগ পত্র জমা দেন। ২০২০ সালের ১২ অক্টোবর আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে।