চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর। শনিবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি-২০২২ এর চেয়ারম্যান মোয়াজ্জেমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মনোনয়নপত্র প্রদান করা হবে ২৮ ও ২৯ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
মনোনয়নপত্র গ্রহণ করা হবে ৩০ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই ও খসড়াপ্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১ অক্টোবর বিকেল ৩টায়।
প্রার্থীতা প্রত্যাহার করা যাবে ২ অক্টোবর দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ৩ অক্টোবর বিকেল ৩টায়।
ভোটগ্রহণ হবে ১০ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। গণনা শেষে ঘোষণা করা হবে ফলাফল।