প্রধান পাতা

চট্টগ্রাম মেডিকেল থেকে ৫ দিন বয়সী শিশু চুরি

(Last Updated On: )

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) থেকে পাঁচ দিন বয়সী একটি শিশু চুরির অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টায় হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে এ চুরির ঘটনা ঘটে বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করেন শিশুর পিতা আবু মোহাম্মদ নোমান।

এবিষয়ে শিশুর পিতা চট্টগ্রাম নিউজকে জানান, গত ১৫ ডিসেম্বর নগরীর রয়েল হাসপাতালে শিশুটি জন্মগ্রহণ করার পর তার গ্রামের বাড়ি লোহাগাড়ায় নিয়ে যান। পরবর্তীতে শিশুটি অসুস্থ হলে তাকে গত ১৭ ডিসেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নং ওয়ার্ডের ৩১ নং বেডে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় শিশুটি কে বা কাহারা মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় বেড থেকে চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে অনেক খোঁজাখুজির পর না পেয়ে দায়িত্বরত নার্সদের চুরির বিষয়টি জানান।

পরে দায়িত্বে থাকা নার্স এবং ওয়ার্ড বয়েরা পুলিশকে জানালে, পুলিশ চুরির বিষয়ে সিসি টিভি ফুটেজ যাচাই করছেন বলে জানান শিশুর পিতা আবু মোহাম্মদ নোমান।

এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা চট্টগ্রাম নিউজকে বলেন, হাসপাতাল থেকে শিশু চুরির খবর পাওয়া গেছে। শিশুটি এখনো উদ্ধার হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।