চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন আগামী ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। একইদিন বিকেল আড়াইটায় দ্বি বার্ষিক সাধারণ সভা একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
আগামী ৩১ ডিসেম্বর শনিবার ক্লাবের এস রহমান হলে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। দুই দিনের অনুষ্ঠানসমূহে সম্মানিত সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস এবং সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী অনুরোধ জানিয়েছেন।