চট্টগ্রাম

চট্টগ্রামে ৩১ জনের করোনা শনাক্ত

(Last Updated On: )

গত ২৪ ঘণ্টায় ২৭৬টি নমুনা পরীক্ষা করে ৩১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১১.২৩ শতাংশ।

শনিবার  (৯ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রামের ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে।

নতুন আক্রান্ত ২৬ জন নগর এলাকার এবং ৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৬৯৫ জন। এর মধ্যে নগরে ৯৩ হাজার ২৮ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৬৬৭ জন।  মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬৫ জনের মধ্যে ৭৩৫ জন নগরের এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।