চট্টগ্রাম

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩০১, মৃত্যু ৬ জনের

(Last Updated On: )

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩০১ জনের শরীরের করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এনিয়ে চট্টগ্রামে আক্রান্ত হয়েছে ৭৪ হাজার ৫৬২ জন।

এসময়ে মৃত্যুবরণ করেছে ৬ জন।  

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৩০৪টি। নতুন আক্রান্তদের মধ্যে ২৫৮ জন মহানগর এলাকা এবং ৪৩ জন উপজেলার বাসিন্দা।  

ঈদুল আজহার বন্ধের কারণে করোনা টেস্টের সংখ্যা কমেছে বলে ধারণা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বির।

তিনি বলেন, ঈদুল আজহা শেষ হয়েছে। সাধারণ মানুষ টেস্টের আওতায় এলে এই সময়ে কি পরিমাণ সংক্রমণ ছড়িয়েছে তার ধারণা পাওয়া যাবে।