গণটিকার আওতায় যারা প্রথম ডোজ নিয়েছেন, যাদের দ্বিতীয় ডোজের তারিখ আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর দেয়া হয়েছিল, তাদের ৯ সেপ্টেম্বর দ্বিতীয় ডোজের টিকা দেয়া হবে।
গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর জানান, চট্টগ্রাম বিভাগেও আজ (মঙ্গলবার) থেকে গণটিকার ২য় ডোজ দেয়া হবে।
এ দিন শুধুমাত্র ৭ ও ৮ তারিখে যারা প্রথম ডোজ গ্রহণ করেছেন, তাদের দ্বিতীয় ডোজের টিকা দেয়া হবে। যাদের ৯ ও ১০ সেপ্টেম্বর (বৃহস্পতি-শুক্রবার) ২য় ডোজ ভ্যাকসিন গ্রহণের তারিখ রয়েছে তাদেরকে কাল বুধবার (৮ সেপ্টেম্বর) ভ্যাকসিন প্রদান করা হবে। যাদের ১১ ও ১২ সেপ্টেম্বর (শনি-রবিবার) ২য় ডোজ ভ্যাকসিন গ্রহণের তারিখ রয়েছে তাদেরকে ৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ভ্যাকসিন প্রদান করা হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে ভ্যাকসিন প্রদান করা হবে।