চট্টগ্রামের টেরিবাজার ‘আল বয়ান’ হোটেল থেকে জামায়াতে ইসলামীর থানা আমিরসহ ৪৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ মে) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- কোতোয়ালী থানা জামায়াতের আমির মো. ফরিদ আলম (৪৭), কোতোয়ালী থানা দক্ষিণ শাখা জামায়াতের প্রধান সমন্বয়কারী ফরিদ উদ্দীন (৪৪), বায়তুল সম্পাদক মো. নুরুল কবির (৬৫), দপ্তর সম্পাদক এমদাদ উল্ল্যাহ (৩৪), বক্সিরহাট শাখার সাধারণ সম্পাদক সাইফুদ্দিন খালেদ (৩৫), জামায়াতের অর্থ যোগানদাতা আবুল মনছুর (৫০), টেরিবাজার শাখার সভাপতি মো. হুমায়ুন কবির (৫০), টেরিবাজার কাটাপাহাড় শাখা সভাপতি রাশেদুল করিম রাশেদ (৩৪), সহ-সভাপতি মো. তাজুল ইসলাম (৩৮), মোহাম্মদ ইসরাফিলসহ বাকি ৩৯ জন জামায়াতের কর্মী সমর্থক।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, জামায়াতের নেতাকর্মীরা সোমবার রাতে টেরিবাজারে একটি হোটেলে বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে সংগঠনটির ৪৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান তিনি।