চট্টগ্রামে করোনাকালে দোকানপাট খোলা নিয়ে ফের বিধি নিষেধ জারী করেছে জেলা প্রশাসন। নতুন এ বিধিনিষেধে আগামীকাল ২৩শে জুন রাত ৮টার পর থেকে শুধুমাত্র ফার্মেসীর দোকান ছাড়া চট্টগ্রামে সকল দোকানপাট ব্যবসা বাণিজ্য বন্ধের ঘোষণা করা হয়েছে।
সম্প্রতি করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে জেলা প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।
আজ মঙ্গলবার (২২ জুন) বিকাল ৩টায় জেলা প্রশাসনের সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
সভায় বলা হয়-রাত ৮ টার পর থেকে চট্টগ্রাম মহানগরীতে ওষুধের দোকান ছাড়া সব ধরণের দোকান পাঠ বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে চলবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। যানবাহনে অধিক ভাড়া বন্ধ ও রেস্টুরেন্টে ৫০ ভাগের বেশি মানুষের সমাগম হলে জরিমানা।
এ সময়ে যে কোনও ধরনের সভা সমাবেশ বন্ধ থাকবে। এছাড়া মহানগরী জেলায় কমিনিউটি সেন্টারে বিয়ে ও মেজবানসহ সকল অনুষ্ঠান বন্ধ থাকবে।