চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় যৌতুকের জন্য স্বামীর নির্যাতনে মাহমুদা খানম আঁখি (২১) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় আঁখির স্বামী আনিসুল ইসলামকে আটক করেছে পাঁচলাইশ থানা পুলিশ।
মাহমুদা খানম আঁখি নগরীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। আটক আনিসুল ইসলাম পেশায় আইনজীবী।
রবিবার (১৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আঁখির মৃত্যু হয়।
এ ঘটনায় আঁখির বড় ভাই মিজানুর রহমান বাদী হয়ে চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আরিফুল ইসলামকে প্রধান আসামি ও নির্যাতনে সহযোগীতার অভিযোগে ফরিদা আক্তার (৫০) ও হামিদা বেগমকে (৩৪) আসামি করা হয়।
আঁখির ভাই মিজানুর রহমান বলেন, ‘১৯ মাস আগে আনিসের সঙ্গে আঁখির বিয়ে হয়। এরপর থেকেই যৌতুকের জন্য তার ওপর নির্যাতন করে আসছিলেন আনিস। এমনকি আমার বোনের শাশুড়ি ফরিদা আক্তার ও তার মেয়ে হামিদা বেগম তাকে রুমের মধ্যে আটকে রেখে খাবার পর্যন্ত দিত না।’
তিনি আরও বলেন, ‘গত দুই মাস ধরে আমার বোনের সাথে তারা আমাদের কোনো যোগাযোগ করতে দেয়নি। চার পাঁচদিন আগে আঁখিকে নির্যাতন করে আনিস। এতে আঁখি পেটে মারাত্মক আঘাত পান। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকেই তার চিকিৎসা চলছিল। গতকাল সন্ধ্যা ৬টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।’
পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, ‘আঁখি মারা যাওয়ার পর স্বামী আনিসুলকে আটক করে পুলিশে দিয়েছে স্বজনরা। তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।’
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুর রহমান বলেন, ‘আঁখির মৃত্যুর ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি। নিহতের বড় ভাই মিজানুর রহমান বাদী হয়ে তিন জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’