চট্টগ্রাম

চট্টগ্রামে ভোটের আগেই ইউপি সদস্য প্রার্থীর মৃত্যু

(Last Updated On: )

চট্টগ্রামের আনোয়ারায় ভোট শুরুর আগের রাতেই মারা গেছেন ইউপি নির্বাচনের মেম্বার প্রার্থী আজিজুল হক বাবুল। তিনি উপজেলার বটতলী ইউনিয়নের পূর্ব বরৈয়া ৮ নং ওয়ার্ডে নির্বাচন করছিলেন। তার নির্বাচনী প্রতীক ছিল তালা।
৪ জানুয়ারি (মঙ্গলবার) রাত ১১ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে ভোটারদের মাঝে গভীর শোক নেমে আসে।

স্থানীয় বাসিন্দা ওবায়দুল হক মানিক বলেন, ‘মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত আমরা দুইজন একসাথে ভোট সেন্টারে কাজ করেছি। এরপর বাবুল ভাই বাড়ি ফেরে। রাত ১১ টায় হঠাৎ স্ট্রোক করলে তাকে আনোয়ারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারা উপজেলা নির্বাচন অফিসার আনোয়ার খালেদ জানান, ‘বটতলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে আজিজুল হক বাবুল নামে ইউপি সদস্য প্রার্থীর মৃত্যুর খবর শুনেছি। ওই ওয়ার্ডে নির্বাচন যথা নিয়মে চলবে। মৃত ব্যক্তি নির্বাচিত হলে নির্বাচনী আইনে পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে।’