চট্টগ্রামের আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার থেকে পড়ে আলী আকবর (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টায় পাঁচলাইশ থানাধীন ২ নম্বর গেট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আলী আকবর বাকলিয়ার বলিরহাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামাল উদ্দীন। তিনি বলেন, শুক্রবার দুপুরে আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার থেকে এক যুবক হঠাৎ একটি ছেলের ওপর লাফিয়ে পড়ে। ছেলেটি হালকা আঘাত পেলেও লাফিয়ে পড়া যুবক গুরুতর আহত হন। আহত অবস্থায় ওই যুবককে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মো. কামাল উদ্দীন আরও বলেন, বর্তমানে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানাতে পারব।