গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৬৬টি নমুনা পরীক্ষা করে ৫৮৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ২১ দশমিক ২২ শতাংশ।
এদিন করোনায় একজন মৃত্যুবরণ করেছে।
সোমবার (৩১ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
নতুন আক্রান্ত ৩৯৮ জন মহানগর এলাকার ও ১৮৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৭১৪ জন।
এর মধ্যে মহানগর এলাকায় ৮৭ হাজার ২৭৭ জন এবং উপজেলায় ৩২ হাজার ৩৩৭ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৫৫ জনের মধ্যে ৭৩১ জন মহানগর এবং ৬২৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।