চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন উপজেলায় ২৪ ঘণ্টায় রেকর্ড ১০ জনের মৃত্যু ঘটেছে। এ নিয়ে চট্টগ্রামে মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭০১ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৯৯ জন।
মঙ্গলবার (২৯ জুন) রাত ১ টায় চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে করোনার সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
চট্টগ্রামে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্তের পর থেকে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে। এই সময়ে মারা গেছে ১০ জন। এর আগে গত ২৪ এপ্রিল মারা যায় ১১ জন।
এদিকে ২৪ ঘণ্টায় ১৩৬৪ জনের নমুনা পরীক্ষা করে ৩৯৯ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়। করোনা শনাক্তের হার ২৯ দশমিক ২৫ ভাগ। যা এ এখন পর্যন্ত শনাক্তের হারে সর্বোচ্চ।