চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ের মধ্যে করোনা ধরা পড়েছে ৩৫ জনের দেহে। ১ হাজার ১১৫ নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ৩৫ জনের করোনা ধরা পড়ে। এর মধ্যে ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৩ জন, এন্টিজেন টেস্টে ১ জন, ইম্পেরিয়াল হাসপাতালে ৫ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৮ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৪ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ১ জন, ইপিক হেলথ কেয়ারে ৮ জন, মেট্রোপলিটন হাসপাতলের ল্যাবে করা পরীক্ষায় ১ জনের দেহে করোনা শনাক্ত হয়।
পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ২ দশমিক ৯৭ শতাংশ। শনাক্তদের মধ্যে ৩৩ জন নগরীর, ২ জন রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা।