এসএসএসসিতে চট্টগ্রাম বোর্ডে পাস হার ৮৭ দশমিক ৫৩ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ৬৬৪ জন।
সোমবার (২৮ নভেম্বর) দুপুরে পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ এ তথ্য জানান।
এবছর এসএসসি পরীক্ষায় ১ হাজার ৯২টি স্কুলের মোট পরীক্ষার্থী ১ লাখ ৬১ হাজার ৭৮ জনের মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ৮৪ হাজার ৫৪০ জন।
পাস করেছে ১ লাখ ৩০ হাজার ১৩ জন। এদের মধ্যে ছাত্র ৬৮ হাজার ১৩ জন এবং ছাত্রী ৮০ হাজার ৫২৬ জন। পাসের হার ৮৭ দশমিক ৫৩ শতাংশ, যা গত বছরের তুলনায় প্রায় ৩ দশমিক ৫৯ শতাংশ কম।
এবার জিপিএ ৫ পেয়েছে সর্বমোট ১৮ হাজার ৬৬৪ জন। এর মধ্যে ছাত্র ৭ হাজার ৭৭৫ জন যা গত বৎসরের এবং ছাত্রী ১০ হাজার ৮৮৯ জন।